Ramnavami: আদালতের নির্দেশকে অমান্য, অস্ত্র হাতে চলল বিজেপির রাম নবমীর মিছিল

হাওড়া: কলকাতা হাইকোর্টের নির্দেশকে অমান্য গেরুয়া শিবিরের৷ আদালতের নির্দেশ, রাম নবমীর(Ramnavami) মিছিলে অস্ত্র নেওয়া যাবে না৷ কিন্তু কার্যত আদালতের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে হাতে অস্ত্র নিয়ে চলল রাম নবমীর মিছিল৷ প্রকাশ্য দিবালোকে তলোয়ার হাতে শোভাযাত্রায় দেখে গেল বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীকে৷

সূত্রের খবর, মধ্য হাওড়ায় রামনবমীর মিছিলে সামিল ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী৷ সেই মিছিলেই দেখা যায় বিজেপি প্রার্থীর হাতে তলোয়ার৷ এই ছবি ধরা পড়ে সাংবাদিকদের ক্যামেরায়৷ শুধু তাই নয়, ডিজে বাজানোতেও ছিল নিষেধাজ্ঞা৷ কিন্তু হাওড়ায় আদালতের এই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েছে৷ তারস্বরে চলছিল ডিজে৷

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরে রাজ্যে রামনবমীর রমরমা৷ হাওড়ায় রামনবমীর মিছিলের অনুমতি মেলেনি৷ এরপরই হাই কোর্টে মামলা করেছিলন বিশ্ব হিন্দু পরিষদের হাওড়া জেলা সভাপতি ইন্দ্রদেও দুবে৷ এরপরই কলকাতা হাইকোর্ট শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দেয়৷ কিন্তু এতো কিছুর পরেও মিছিলে অস্ত্র হাতে দেখা যায় বিজেপি নেতাকে৷

Google news