Kharagpur: সারা বাংলায় সিমি,জামাত,আল-কায়েদা জঙ্গিরা ছড়িয়ে রয়েছে, মন্তব্য দিলীপ ঘোষের

নিজস্ব প্রতিনিধি,পশ্চিম মেদিনীপুর: পশ্চিম বাংলায় সিমি,জামাত,আল-কায়েদা জঙ্গিরা ছড়িয়ে রয়েছে । অনেকগুলো এমন ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে তারা মাদ্রাসাতে পড়াচ্ছে।মাদ্রাসাগুলো এজন্য খোলা হয়েছে নাকি মাদ্রাসার লোকেরা এগুলো জানেনা, ঠিক এই প্রশ্নই তুললেন দিলীপ ঘোষ ।

হোলির দিন অর্থাৎ শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে মর্নিং ওয়াক সেরে চা চক্রে যোগ দেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ।

বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিনের দুই সদস্যকে আশ্রয়ের ব্যবস্থা করে দেওয়ার কারণে,গত বুধবার হাওড়া জেলার বাঁকড়া থেকে রাজ্য পুলিশের STF (স্পেশাল টাস্ক ফোর্স ) আনিরুদ্দিন আনসারি নামে এক মাদ্রাসার শিক্ষককে গ্রেফতার করে।

সেই ব্যপারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বাবু বলেন, সারা পশ্চিম বাংলায় সিমি,জামাত,আল-কায়েদা জঙ্গিরা ছড়িয়ে রয়েছে । অনেকগুলো এমন ঘটনা ঘটেছে যেখানে দেখা যাচ্ছে তারা মাদ্রাসাতে পড়াচ্ছে।  মাদ্রাসাগুলো এজন্য খোলা হয়েছে নাকি মাদ্রাসার লোকেরা এগুলো জানেনা,  ঠিক এই প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ।

তার বক্তব্য এখানের পুলিশের দায়িত্ব বেশি, পুলিশের ক্ষমতা বাড়ানো প্রয়োজন,এর জন্য পুলিশের অত্যাধুনিক  যন্ত্রপাতি প্রয়োজন, শুধু আধুনিক যন্ত্রপাতি নিয়ে বিরোধীদের ফোন ট্যাপ করবে, পুলিশকে বিরোধীদের পিছনে লাগিয়ে দেবে, তাহলে এরকম গতিবিধি আরও বাড়বে । সরকারের আরও বেশি সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, বলে মনে করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

Google news