Asian Games 2023: শুধু কি মনের জোড়েই জেতা যাবে সৌদি দলের সঙ্গে! ম্যাচ নিয়ে কী বলছেন সুনীল ?

স্পোর্টস ডেস্ক: আগামীকাল এশিয়ান গেমসের (Asian Games) শেষ ১৬ র ম্যাচে শক্তিশালী সৌদি আরবের মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল। এমন দলের সাথে খেলা সেই দেশ শেষ ফুটবল বিশ্বকাপে সকলের নজর কেড়েছিল । চ্যাম্পিয়ন দল আর্জেন্টিনার বিপক্ষে ও জয় রয়েছে তাদের। তবে এশিয়ান গেমসের ক্ষেত্রে অধিকাংশ জুনিয়র ফুটবলার থাকলেও ম্যাচ যে সহজ হবে না তা বলাই চলে।

আবার এই দলের বিপক্ষে ভারতীয় ফুটবল দলের পারফরম্যান্স ও যে খুব একটা ভালো তা কিন্তু নয়। শেষ ৫টি ম্যাচে প্রায় ১৫টির ও বেশি গোল করেছে সৌদির ফুটবল দল। অন্যদিকে ভারতের ঝুলিতে রয়েছে মাত্র দুইটি গোল। যা থেকে পরিষ্কার সমস্ত কিছু।

তাই লড়াইয়ের আগে খাতায় কলমে যে এগিয়ে থাকবে সৌদি দল, তা বলাই চলে। তবুও নিজেদের ভাবনায় অনড় ভারতীয় ফুটবল অধিনায়ক সুনীল ছেত্রী। তার বক্তব্য অনুযায়ী পরিকল্পনামাফিক সব ঠিকঠাক করা গেলে সৌদির বিপক্ষে অনায়াসেই জয় ছিনিয়ে নিতে পারে ব্লু টাইগার্সরা। হ্যাঁ ঠিক এমনটাই মনে করছেন ছেত্রী। অর্থাৎ সবদিক বজায় রাখতে পারলে শেষ আটের লড়াইয়ে স্থান করে নিতে পারে ভারতীয় ফুটবল দল।

 

সুনীল ছেত্রীর কথায়, কোচের তরফ থেকে সৌদি দলের বেশকিছু ম্যাচের ভিডিও আমরা দেখেছি। পাশাপাশি বিভিন্ন ধরনের কথাও তুলে ধরেছেন। তবে শক্তির দিক থেকে দেখতে গেলে ওরা যথেষ্ট ভালো দল। বেশকিছু ভালো ফুটবলার রয়েছে তাদের দলে। এছাড়াও বল দখলের ক্ষেত্রে ও যথেষ্ট সাবলীল। তবে ভারতীয় দলের প্রসঙ্গে ক্যাপ্টেন বলেন, কোচের কথা অনুযায়ী গোটা বিষয়টিকে সাধারণভাবে নেওয়ার দিকেই তিনি বিশেষভাবে জোর দিয়েছেন। তাছাড়া দলগতভাবে লড়াই করার কথাই উঠে এসেছে প্রবলভাবে।

Google news