এক নজরে অগাস্টের কোন কোন দিন সম্পূর্ণ লকডাউন

শুক্লা রায়চৌধুরী, কলকাতা: ইদ, রাখি পূর্ণিমা বা ১৫ অগস্ট– এগুলো সবটাই করতে পারবেন তবে খুব ছোট করে। রাজ্যবাসীকে এমনই সতর্কবার্তা দিয়ে মুখ্যমন্ত্রী এদিন এই মাসের সম্পূর্ণ লকডাউনের দিন ঘোষনা করলেন।

৩১ অগাস্ট পর্যন্ত রাজ্যে জারি থাকবে ২ দিন করে সাপ্তাহিক লকডাউন। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই মাসের কোন কোন দিন সম্পূর্ণ লকডাউন হচ্ছে, তার পূর্ণ তালিকা  ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনা ভাইরাসের সংক্রমণের শৃঙ্খল ভাঙতে সাপ্তাহিক লকডাউনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে ২৩ (বৃহস্পতিবার), ২৫ (শনিবার) ও ২৯ জুলাই (বুধবার)- এই ৩ দিন গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন জারি থাকার কথা ঘোষণা করেছিলেন তিনি।

কিন্তু বুধবার, ২৯ তারিখের পর চলতি সপ্তাহের দ্বিতীয় লকডাউন কবে হবে, সরকারের তরফে তা নির্দিষ্ট করে ঘোষণা না করায় এটা নিয়ে ধোঁয়াশায় ছিল আমজনতা। মঙ্গলবার সেই ধোঁয়াশা কাটিয়ে মুখ্যমন্ত্রী জানালেন, চলতি সপ্তাহে বুধবারের পর শনিবার লকডাউন হবে না। কারণ, ওই দিন, ১ অগাষ্ট বকরি ইদ।তবে শনিবারের বদলে রবিবার হবে লকডাউন। ঠিক একইভাবে কমপ্লিট লকডাউনের আওতার বাইরে থাকছে রাখি পূর্ণিমা ও স্বাধীনতা দিবসের দিন।

তাহলে কোন কোন দিন জারি থাকবে সম্পূর্ণ লকডাউন ?

তালিকা অনুযায়ী, অগাষ্টের  ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪, ৩১ তারিখ সম্পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে। অতএব অগাষ্টের প্রতি রবিবারই জারি থাকবে লকডাউন।
মুখ্যমন্ত্রী এদিন রাজ্যবাসীকে সতর্ক করে দিয়ে বলেছেন, ‘ইদ, রাখি পূর্ণিমা বা ১৫ অগস্ট–সবটাই করতে হবে খুব ছোট করে।’ এ প্রসঙ্গে তিনি বলেন, “অন্য বার আমি রেড রোডের প্যারেডে যোগ দিই। সেখানে কয়েক লক্ষ মানুষ উপস্থিত হন। কিন্তু এবার খুব ছোট করে অনুষ্ঠান হবে। স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি হতেই পারে। তবে খুব ছোট আকারে এই কর্মসূচি করতে হবে।”

Google news