Cyclone Remal: রেমালে লিচু চাষে বিরাট ক্ষতির আশঙ্কা!

ক্রমশ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেই নিম্নচাপ ৷ রবিবার মধ্যরাতে বাংলায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় রেমাল ৷ হাওয়া অফিসের পূর্বাভাস শুনে মাথায় হাত পড়েছে লিচু চাষিদের ৷ তবে কী ঝড়ের কারণে লাভের মুখ দেখতে পারবেন না তাঁরা! আর এই আশঙ্কায় শনিবার তড়িঘড়ি সমস্ত লিচু গাছ থেকে পাড়ার সিদ্ধান্ত নিল পোলবার সুগন্ধার চাষিরা ৷

হুগলিতে আম চাষের সঙ্গে কিছুটা অংশজুড়ে লিচুর চাষ হয় । এই বছর আমের ফলন কম হলেও লিচুর ফলন বেশ ভালোই হয়েছে । বিভিন্ন বাজারে লিচুর দামও ভালো রয়েছে। এই পরিস্থিতিতে কোনও রকম ঝুঁকি নিতে চায়ছেন না চাষিরা ৷ ঝড়ের কথা মাথায় রেখে তাই সময়ের আগেই লিচু পেড়ে নিচ্ছেন তাঁরা।

এই প্রসঙ্গে লিচু ব্যবসায়ী বলেন, “এই বছর লিচুর ফলন ভালো হয়েছে। কিন্তু ঝড়ের জন্য সব পেড়ে ফেলতে হবে । চাষে প্রচুর টাকা রাসায়নিক ওষুধে খরচ হয় । সেই টাকা তুলতে না পারলে লোকসানের মুখ দেখতে হবে । তাই বাধ্য হয়ে গাছ খালি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি ।”

হুগলির পোলবা, চন্দননগর, মানকুণ্ডু, সিঙ্গুর-সহ বিভিন্ন এলাকায় লিচুর চাষ হয়। এই বছর পাইকারি বাজারে লিচুর দাম রয়েছে প্রতি কেজিতে ৯০ টাকা থেকে ১০০ টাকা ৷ সুতরাং ঝড়ে বৃষ্টির কারণে লিচুর ক্ষতি হলে সেই দামটাও পাওয়া যাবে না ৷ তাই এক প্রকার বাধ্য হয়ে জোর কদমে লিচু পাড়ার কাজ করছেন চাষিরা ৷ লিচু চাষি বাসুদেব দেব বলেন, “ঝড়ের জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না ৷ এই অবস্থায় লিচু না পেড়ে ফেললে সমস্ত ফল নষ্ট হয়ে যাবে ৷ বাজারে এবার বেশ ভালো দাম পাওয়া যাচ্ছে ৷ কিন্তু ঝড়ের আগে লিচু পেড়ে না নিলে কোনও রোজগার হবে না ৷”

প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, প্রতি ঘণ্টায় ১২০ থেকে ১৩৫ কিমি গতিবেগে রবিবার ভূপৃষ্ঠে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় রেমাল ৷ ঘূর্ণিঝড়ের প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে ২০০মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । সেইসঙ্গে দমকা হাওয়ারও সম্ভাবনাও রয়েছে এই জেলাগুলিতে ৷

Google news