বিরাটি হিন্দু মিলন মন্দিরের বার্ষিক উৎসব ও অন্নকূট

নিজস্ব প্রতিনিধি,বিরাটিঃ   ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫ তম আবির্ভাব তিথির সমাপ্তি অনুষ্ঠান ও বিরাটি হিন্দু মিলন মন্দিরের বার্ষিক উৎসব অনুষ্ঠিত হল রবিবার। এ উপলক্ষে মহা অভিষেক, অন্নকূট,দুঃস্থদের সহযোগিতা সহ নানা কর্মসুচীর আয়োজন করা হয় বিরাটি স্টেশন সংলগ্ন বিরাটি হিন্দু মিলন মন্দির প্রাঙ্গনে।

অনুষ্টান শেষে এলাকার মানুষকে অন্নকুট তুলে দেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসী ও কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দীরের কর্মাধ্যক্ষ স্বামী বিশ্বপ্রেমানন্দজী মহারাজ,সহ কর্মাধ্যক্ষ ও মুখ্য সংগঠক স্বামী গুরুপদানন্দজী মহারাজ,বিরাটি হিন্দু মিলন মন্দিরের প্রধান সম্পাদক মানস দত্ত প্রমুখ।

 ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন,করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে খুবই সামান্য  আয়োজনে এবারে বিরাটি হন্দু মিলন মন্দিরের বার্ষীক অনুষ্ঠান সম্পন্ন হয়।

Google news